ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৪ ১৪৩২

জাগপা সভাপতি শফিউল আলম আর নেই

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২১ মে ২০১৭ রবিবার | আপডেট: ১২:৫২ পিএম, ২১ মে ২০১৭ রবিবার

২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি শফিউল আলম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার সকাল সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। জাগপা নোতারা বিষয়টি নিশ্চিত করেছেন। শফিউল আলম প্রধান ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। বর্তমানে তার দল জাগপা বিএনপি জোটের অন্যতম শরীক দল । এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।