ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০ রবিবার

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই শিশু শহরের আশ্রম পাড়া মহল্লার ফয়সাল মাহমুদের মেয়ে ফালাক (১০ মাস)।

প্রত্যক্ষদর্শী ও মৃত শিশুর স্বজনেরা জানান, ১০ মাসের শিশু ফালাককে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল ৮টায় শিশুটির মৃত্যু হয়।
 
স্বজনদের অভিযোগ, শিশুটির জন্য জরুরি অক্সিজেন আনতে যাওয়ার কথা বলে ১ ঘন্টা পার হয়ে গেলেও অক্সিজেন আনতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াওয়াজ বলেন, আগে থেকে শিশুটির হার্টের সমস্যা ছিল। শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়। ওই সময় ওয়ার্ডে অক্সিজেন শেষ হওয়ায় ওয়ার্ডবয় অক্সিজেন আনতে গিয়েছিল। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এবং হাসপাতালে অনেক শিশুরোগী ভর্তি থাকার কারণে অক্সিজেন দিতে ৫-১০ মিনিট দেরী হয়েছে। ইতিমধ্যে শিশুটি মারা গেছে।
কেআই//