ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

বিষক্রিয়ায় আক্রান্ত শতাধিক পশুকে প্রতিষেধক ভেকসিন দেয়া শুরু

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২১ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৬:০০ পিএম, ২১ মে ২০১৭ রবিবার

বান্দরবনের থানচিতে বিষক্রিয়ায় আক্রান্ত প্রায় শতাধিক গবাদি পশুকে প্রতিষেধক ভেকসিন দেয়া শুরু হয়েছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে চলছে এই কর্মসূচি। থানচি উপজেলার টিএনটি পাড়া, ছাংদাক ,বয়ক হেডম্যান, থানচি বাজার ও মরিয়ম পাড়াসহ বেশ কয়েকটি এলাকায় প্রায় শতাধিক গরু-ছাগলসহ অন্যান্য গবাদি পশুকে প্রতিষেধক টিকা দেয়া হয়। গেল রোববার থানচি উপজেলায় কীটনাশকযুক্ত ঘাস ও আগাছা খেয়ে প্রায় ২৫টিরও বেশি গবাদি পশু মারা যায়। এ ঘটনায় এলাকার আতঙ্ক দেখা দিলে গবাদি পশুদের প্রতিষেধক দেয়ার উদ্যোগ নেয়া হয়।