ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

সাংবাদিক পেটানো মামলায় কুষ্টিয়ায় একজন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

সাংবাদিকদের উপর হামলা ও মারপিটের মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহম্মেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাবু এলাকার কলেজ শিক্ষক আবু তালেব রওশনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও ইন্সপেক্টর আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়ায় নিয়ে আসে। সাদ সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মওলা মণ্ডলের ছেলে।

পুলিশ জানিয়েছে, গত ৬ ডিসেম্বর সংবাদ সংগ্রহকালে দিপ্ত টিভির প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও তার ক্যামেরাম্যানের উপর হামলা চালায় এবং মারপিট করে সাদ ও তার সমর্থকরা। এ ঘটনায় দেবেশ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ সাদকে গ্রেপ্তার করেছে।

এছাড়া সাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় সহযোগিতাসহ নানা অভিযোগ রয়েছে। 

এএইচ/