জঙ্গিবাদ মোকাবেলায় অস্ত্র ও অর্থায়নের যোগান বন্ধে বৈশ্বিক উদ্যোগ
প্রকাশিত : ১২:২৫ পিএম, ২২ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার

জঙ্গিবাদ মোকাবেলা নিশ্চিত করতে সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থায়নের যোগান বন্ধে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বের ৫৬টি দেশের অংশ গ্রহণে সৌদি আরবে গতকাল অনুষ্ঠিত হয় ‘আরব ইসলামিক আমেরিকান সামিট’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের প্রায় ৫৬টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দেন সামিটে। সম্মেলনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশে সুদৃঢ় অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা। এছাড়া, সন্ত্রাস দমনে বাংলাদেশের সাফল্য এবং আন্তর্জাতিক অঙ্গনে যৌথভাবে করণীয় বিষয়েও প্রস্তাব দেন। সফরের সাইড লাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি আসবেন বলেও জানান। এদিকে, প্রধানমন্ত্রী আজ সকালে মহানবী সাল্লালাহু আলাইহি ওয়াস-সালামের রওজা মুবারাক জিয়ারত করতে আজ মদিনায় যাবেন । সন্ধ্যায় মক্কায় ওমরাহ পালন করবেন তিনি।