ঢাকা, বুধবার   ২৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৫ ১৪৩১

উত্তর কোরিয়া আরো একটি মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২২ মে ২০১৭ সোমবার

সফলভাবে আরো একটি মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
এটি এক সপ্তাহের মধ্যে পিয়ংইয়ং’র দ্বিতীয় ক্ষেপনান্ত্র পরীক্ষা। স্থানীয় সময় রোববার দুপুরে পরীক্ষাটি চালানো হয় বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ক্ষেপণাস্ত্রটি পাঁচশো কিলোমিটার দূরে জাপান সাগরে পড়েছে বলেও জানায় সংস্থাটি। তবে হোয়াইট হাউজ বলছে, আগের ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে এর পাল্লা তুলনামূলক কম। এদিকে মিসাইল উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র নতুন রণতরী যোগ করার পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হল।