ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

বরগুনায় মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২২ মে ২০১৭ সোমবার | আপডেট: ০১:১২ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার

বরগুনার পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান হাওলাদারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের করেছেন এক মুক্তিযোদ্ধার সন্তান।
রোববার পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মান্নান হাওলাদারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন মিজানুর রহমান আবু। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজওয়ানুজ্জামান মামলা আমলে নিয়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে স্থানান্তরের আদেশ দেন। মামলার অন্য আসামীরা হলেন আব্দুর রাজ্জাক ও হযরত আলী। মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে নিরীহ মানুষকে হত্যা ও সেনা ক্যাম্পে নারী যোগান দেয়ার অভিযোগ করা হয়।