ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

টানা ১৪ দিন মঞ্চে ‘৪.৪৮ মন্ত্রাস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ১০:৫৩ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

নন্দিত নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদ মঞ্চে নিয়ে আসছেন নতুন নাটক ‘৪.৪৮ মন্ত্রাস’। আজ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ১৪ দিন নাটকটির মঞ্চায়ন হবে রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে। এটি প্রযোজনা করছে স্পর্ধা। 

ঢাকার নাট্যমঞ্চে ‘রিজওয়ান’ দিয়ে নতুন মাত্রা সৃষ্টি করেছিলেন সৈয়দ জামিল। ওই সময় নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার তিনি নিয়ে আসলেন ‘৪.৪৮ মন্ত্রাস’। এটি সারাহ কেইনের ‘৪.৪৮ সাইকোসিস’ থেকে বাংলায় অনুবাদ করেছেন শাহমান মাইশান ও শরীফ সিরাজ। 

জানা যায়, চলতি বছরের মার্চে নাটকটির মহড়া শুরু হয়। এরপর করোনা পরিস্থিতির কারণে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন পিছিয়ে যায়। গত ২ ডিসেম্বর মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির কারিগরি প্রদর্শনী হয়। আজ ১৮ ডিসেম্বর নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

এ নিয়ে নিদের্শক জানান, ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু হলো এক তরুণ শিল্পীর মনস্তত্ত্বে বিষণ্ণতার জন্ম। কারণ, তিনি সমাজে ব্যাপকভাবে সহিংসতার সাক্ষী যেমন- ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, আমৃত্যু নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতা এবং সমাজে বিশৃঙ্খলতা ও অনিশ্চয়তা।
এসএ/