ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

কিশোরগঞ্জে লিচুর বাম্পার ফলন

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২২ মে ২০১৭ সোমবার | আপডেট: ০২:৫৪ পিএম, ২২ মে ২০১৭ সোমবার

কিশোরগঞ্জে বিভিন্ন এলাকায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। স্বাধ ও সুঘ্রাণের জন্য এখানকার লিচুর ভালো চাহিদা থাকায় চাষীদের মুখে ফুটেছে হাসি। অন্যদিকে, সম্প্রতি অসামঞ্জস্যপূর্ণ আবহাওয়ার প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার লিচুর চাষ কিছুটা ব্যাহত হয়েছে। ফলন কম হওয়ায় উৎপাদনের খরচ তোলা নিয়েই শংকায় এ জেলার লিচু চাষীরা।
মিষ্টি স্বাধ আর সুঘ্রাণের জন্য কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ার লিচুর খ্যাতি রয়েছে। পাকুন্দিয়া পৌর এলাকার এই একটি গ্রামেই লিচু গাছ রয়েছে প্রায় ৮ হাজার।
প্রতি মৌসুমেই ভালো ফলন হওয়ায় লিচু চাষেই আগ্রহ বেশি। বাগান মালিকরা আশা করছেন এবারও বিক্রি শেষে লাভের অংকটা ভালো হবে।
অধিক ফলনের মঙ্গলাবাড়িয়ার এ লিচুর জাত সংগ্রহ করে, আরো গবেষণার মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়া যেতে পারে বলে মনে করেছন কৃষি কর্মকর্তারা।
তবে, লিচুর ফলনে ভাটা পড়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। ৪৫০ হেক্টর জমিতে বোম্বাই, পাটনাই ও চায়না থ্রী জাতের লিচু আবাদ হলেও ফলন কম। চাষীরা বলছেন, অসময়ে ভারি বৃষ্টির কারণে লিচু ফুল ঝরে এ অবস্থা হয়েছে।
লিচুর আরো সহনশীল জাত উদ্ভাবন এবং আধুনিক চাষ পদ্ধতি সম্প্রসারণে উদ্যোগ নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা।
মৌসুমী ফল লিচুর চাষাবাদে যুগোপোযোগী পদক্ষেপ নেয়ার আহ্বান চাষীদের।