ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ২য় দিন আজ

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২২ মে ২০১৭ সোমবার

পুলিশের হয়রানি-চাঁদাবাজি বন্ধ ও নতুন সড়ক আইন প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে উত্তরাঞ্চলের জেলাগুলোতে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে।
ধর্মঘটে ঠাকুরগাঁওয়ের প্রবেশমুখে ও বাসস্ট্যান্ডের পাশে শত শত মাল বোঝাই ট্রাক, ট্যাংক, লরি, কাভার্ডভ্যান ও পিকআপ আটকে রেখেছে শ্রমিকরা। এতে ধান, চাল আনা নেয়া করতে পারছেন না মিলাররা। আর দক্ষিণাঞ্চল থেকে ট্রাক ও কাভার্ডভ্যানে মালামাল নিয়ে যারা এসেছেন মাল খালাস না হওয়ায় তারাও পড়েছেন বিপাকে। রংপুরেও বন্ধ রয়েছে মালবাহী সব ধরণের যান। ধর্মঘটের কারনে নষ্ট হচ্ছে শত শত টন পণ্য। এদিকে দ্রুত দাবি মানা না হলে লাগাতার কর্মসূচীসহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতারা।