ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

ভেজাল খাবার রোধে পহেলা রমজান থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে

প্রকাশিত : ০৫:০০ পিএম, ২২ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৭:০২ পিএম, ২২ মে ২০১৭ সোমবার

রমজানে ভেজাল খাবার রোধে পহেলা রমজান থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যবসায়িদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, ভোজল খাবার বিক্রেতাদের বিরুদ্ধে জরিমানার পাশাপাশি আইন অনুযায়ি কারাদণ্ড দেয়া হবে। রমজান মাসে বিষযুক্ত ফল বিক্রি না করতে ব্যবসায়িদের প্রতি আহবান জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।