ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২২ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৬:৩১ পিএম, ২২ মে ২০১৭ সোমবার

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাৎ মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

দুপুরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ তৌহিদ আজিজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় বলা হয়, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ২০১৪ সালের নভেম্বরে অধিগ্রহণ করা জমির বিপরীতে দুইশ’ ৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়ি ঘের দেখিয়ে ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩শ’ ২০ টাকা ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করে ৩৬ জনের একটি সিন্ডিকেট। প্রাথমিক তদন্তে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে, নিজেরা বাঁচতে তৎকালীন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহবুবুর রহমান ক্ষতিপূরণ তুলে নেয়া ঘের মালিক দাবিদারদের বিরুদ্ধে ২০টি মামলা করেন। পরে ২০টি মামলাকে একটি মামলায় একিভূত করা হয়। এরপর তদন্ত করে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন- দুদক।