সরকারের সফলতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২২ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৬:৩০ পিএম, ২২ মে ২০১৭ সোমবার

সরকারের সফলতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমিন।
চট্টগ্রামের হালি শহরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সার পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্রের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। গবেষণা কেন্দ্রের পরীক্ষাগার স্থাপনের মাধ্যমে মাটির গুনাগুন, উর্বরতা, লবনাক্ততা নির্ণয় এবং মাটির স্বাস্থ্য পরীক্ষাসহ সারে ভেজাল উপদান রয়েছে কিনা তা পরীক্ষা করা যাবে বলে জানান কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর পরিচালক খোন্দকার মঈনউদ্দিন, প্রকল্প পরিচালক ড. মোঃ আবদুল বারী।