ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

কুষ্টিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৬ এএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

কুষ্টিয়ার মিরপুরের হালসায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের দেওয়া খবরে হালসার দরগার মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 

নিহত যুবক গ্রাম হালশা গ্রামের ভাদু আলীর ছেলে মো. সোলেমান (১৮)। 

স্থানীয় ওয়ার্ড সদস্য আবদুল হামিদ জানান, ‘নিহত যুবক কৃষি কাজ করত। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা জানাতে পারেননি এলাকাবাসী।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ‘হালসা দরগার মাঠ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতের কোনো এক সময় ওই যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি‌।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এআই/ এসএ/