ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

মরক্কোতে কারফিউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

মহামারি করোনা ভাইরাসের লাগাম টেনে ধরতে মরক্কো সরকার দেশব্যাপী কারফিউ এবং অন্যান্য বিধিনিষেধ আরোপ করেছে। 

সরকারি বার্তা সংস্থা এমএপি পরিবেশিত সরকারের এক বিবৃতিতে বলা হয়, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে এবং যেকোন ধরনের পার্টি ও জন সমাবেশের ওপর নিষেধাজ্ঞাসহ নতুন বিভিন্ন পদক্ষেপ বুধবার থেকে আগামী তিন সপ্তাহ ধরে বহাল থাকবে।

মরক্কোতে বর্তমানে প্রাত্যহিক হিসাবে ২ হাজারেরও বেশি মানুষকে করোনা ভাইরাসে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এদিকে দেশটিতে কোভিড-১৯ রোগ সনাক্তে পরীক্ষার হারও কমে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মরক্কোতে এ পর্যন্ত ৪ লাখ ১৮ হাজারের বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ ভাইরাসে ৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
কর্তৃপক্ষ এ বছরের শেষে টিকাদান কর্মসূচি শুরু করার আশা করছে। তাদের লক্ষ্য আগামী ৩ মাসের মধ্যে দেশের প্রায় ২ কোটি মানুষকে টিকা দেয়া।
সূত্র : এএফপি
এসএ/