ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

শ্যালককে শ্বাসরোধে হত্যা, দুলাভাই গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

গাজীপুরের যোগীতলা এলাকায় শ্যালককে শ্বাস রোধ করে হত্যার একদিন পর অভিযান চালিয়ে দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (২১ ডিসেম্বর) সকালে পরিত্যক্ত জায়গা থেকে গলায় রশি বাঁধা অবস্থায় শ্যালক রানা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই বাদী হয়ে বাসন থানায় দুলাভাই সোহানকে আসামি করে মামলা দায়ের করেন। 

এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ বলছে- পারিবারিক কলহের জেরে শ্যালককে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

এআই/এনএস/