চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিনিয়োগের আহ্বান সিটি মেয়রের
প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ২২ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৬:৩০ পিএম, ২২ মে ২০১৭ সোমবার

চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিনিয়োগের জন্য দেশটির হাইকমিশনার জুলিয়া নিবলেটের প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সকালে নগর ভবনে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট এর সাথে বৈঠকে মেয়র এই আহ্বান জানান। আ জ ম নাসির বলেন, চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে রূপান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেটকে চট্টগ্রাম সফর করায় ধন্যবাদ জানান মেয়র। বৈঠকে অন্যদের মধ্যে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ডক্টর মুহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।