চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করলো গানের দল ‘মেঘদূত’
প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ২২ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৬:২৯ পিএম, ২২ মে ২০১৭ সোমবার

বাংলা গানের চিরায়ত ঐতিহ্যের ধারাকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করলো গানের দল ‘মেঘদূত’।
রবিবার সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে মেঘদূতের প্রথম কনসার্ট উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা জানান চট্টগ্রামের বিশিষ্টজনরা। প্রথমে গানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী লাকী আখান্দকে। এরপর একে একে পরিবেশন করা হয় মৌলিক গান। দেশের সঙ্গীতাঙ্গনে ‘মেঘদূত’ বাংলা গানের একটি স্বতন্ত্র ধারা সৃষ্টি করতে সক্ষম হবে বলে মনে করেন এর সদস্যরা।