হাটহাজারীতে অনুষ্ঠিত আন্তঃস্কুল ও কলেজ বিজ্ঞান-প্রযুক্তি মেলা
প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২২ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৬:২৯ পিএম, ২২ মে ২০১৭ সোমবার

চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত হয়েছে দুইদিনের আন্তঃস্কুল ও কলেজ বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মেলা।
হাটহাজারীর কাটির হাট মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে সকালে বিজ্ঞান মেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশিদ বীর প্রতীক। কাটিরহাট মহিলা কলেজের আয়োজনে উত্তর চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর উদ্ভাবনী বিভিন্ন সরঞ্জাম বিজ্ঞান মেলায় প্রদর্শন করা হয়। এছাড়া, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমাজে সচেতনতা বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।