ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

জরাজীর্ণ ভবনেই চলছে চিকিৎসা, দুর্ঘটনার শঙ্কা (ভিডিও)

রাঙামাটি প্রতিনিধি 

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার

রাঙামাটি শহর থেকে প্রায় ৫৭ কিলোমিটার দূরে প্রত্যন্ত উপজেলা জুরাছড়ি। ১৯৭৮ সালের দিকে এখানে আধাপাকা টিন শেডে গড়ে ওঠে ১০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০০২ সালে ভূমিকম্পে কমপ্লেক্সটির বিভিন্ন অংশ ফাটল দেখা দেয়। 

এরপর প্রায় দেড় যুগ পার হলেও নেই প্রয়োজনীয় সংখ্যাক চিকিৎসক। বর্তমানে ভবনটি জরাজীর্ণ। এই নিয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। ফলে দুর্গম পাহাড়ের বাসিন্দরা বঞ্চিত হচ্ছেন যথাযথ চিকিৎসা থেকে।

হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, ‘হাসপতালের যে জরাজীর্ণ অবস্থা, কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। সংস্কার করলেও আবার ফাঁটল দেখা দেয়। তাই, নতুন একটি ভবন নির্মাণ খুব জরুরি হয়ে পড়েছে। এতে রোগীরা ভালভাবেই সেবা পেত।’

চিকিৎসকসহ নার্স ও কর্মচারীদের আবাসনও জরাজীর্ণ। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন চিকিৎসক পদের বিপরীতে আছেন ৫ জন। 

জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো.  সৈয়দ আবেদীন বলেন, ‘এখনও টিনের ঘরে আমাদের থাকতে হচ্ছে। যেখানে দেখা গেল যে দেয়াল ভাঙা, দেয়ালের ফাঁক দিয়ে সাপ ও অন্যান্য পোকামাকড় চলে আসতেছে। ‘

জুড়াছড়ি উপজেলায় প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। তাদের সেবার কাজও ব্যহত হচ্ছে এসব কারণে। জানতে চাইলে জুরাছড়ি উপজেলা পরিষদের  চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, ‘ওখানে যারা চিকিৎসা নিতে যায়, দ্বিতীয়বার আর যেতে চায় না। যেকোন মুহূর্তে বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে।’

সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, ‘সবার আগে প্রয়োজন ছিল আমাদের জুরাছড়ির হাসপাতালের ভবন নির্মাণ। আমরা অনেক চেষ্টা করেছি, মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছি এমনকি অধিদপ্তরেও লিখেছি। কিন্তু এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি।’
ভিডিও দেখুন :


এআই/এসএ/