ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার

পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সফরসঙ্গীদের নিয়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন। এর আগে মদীনায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামের রওজা জিয়ারত করেন তিনি। চারদিনের সফর শেষে প্রধানমন্ত্রীর রাতেই দেশে ফেরার কথা রয়েছে।
চারদিনের রাষ্ট্রীয় সফরের ৩য় দিনে সৌদি আরবের মক্কা গিয়ে ওমরাহ পালন করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাত সোয়া ১০টার দিকে সফরসঙ্গীদের নিয়ে পবিত্র কাবা শরীফ ঘিরে তাওয়াফ করেন তিনি।
প্রধানমন্ত্রী মসজিদুল হারামে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। সেখানে তিনি বিশেষ মোনাজাত করেন। এসময় তিনি দেশে ও জাতির কল্যাণে দোয়া করেন। পরে সাফা-মারোয়া প্রদক্ষিণ করে সেখানেও মোনাজাত করেন।
এর আগে মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও দেশের মঙ্গল কামনায় দোয়া করেন তিনি।
সৌদি বাদশাহর আমন্ত্রণে ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ যোগ দিতে শনিবার রাতে রিয়াদে যান শেখ হাসিনা।