ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ভোটার উপস্থিতি কম

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম পদ্ধতিতে চলছে ভোটগ্রহণ। যথারীতি সোমবার সকাল ৮টা থেকে ৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

তবে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।   

এদিকে, বিশৃঙ্খলা ঠেকাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি কেন্দ্রে আছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর সাথে ৪ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য।  এছাড়াও থাকছে ভ্রাম্যমাণ নিরাপত্তা ব্যবস্থা।

এ পৌরসভায় মোট ২১ হাজার ১৭৯ জন ভোটার ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭জন আর মহিলা ১০ হাজার ৬৩২ জন। 

নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর বাইরেও আছেন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী। এছাড়া ৯টি ওয়ার্ডের জন্য কাউন্সিলর পদে ৩২ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

এআই//