ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

রেইনট্রি হোটেলের এমডির বিরুদ্বে ৩টি মামলা হবে 

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:৩৪ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার

বনানীর রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক বি এ এইচ আদনান হারুনের বিরুদ্বে শুল্ক, ভ্যাট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তিনটি মামলা দায়ের করবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর দুপুরে আদনান হারুনকে জিজ্ঞাসাবাদ শেষে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান। তিনি বলেছেন, জিজ্ঞাসাবাদে রেইনট্রি কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি। 

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষনের মামলার পর হোটেলটিতে অভিযানে চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। প্রথম দফায় কিছু না পেলেও দ্বিতীয় দফার অভিযানে হোটেলের একটি কক্ষ থেকে ১০ বোতল মদ উদ্ধার হয়।

এ অবস্থায় হাটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুনকে তলব করে অধিদপ্তর। প্রথম বার অসুস্থার কথা বলে হাজির হননি আদনান হারুন। ওইদিনই তাকে আবারো তলব করা হয়। সকালে তিন আত্মীয় ও আইনজীবীকে সাথে নিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে আসেন আদনান হারুন।

তাকে চারঘন্টা জিজ্ঞাসাবাদ করে শুল্ক গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ শেষে তিনি দাবি করেন, অধিদপ্তরের চাহিদা অনুযায়ী সব নথি জমা দেওয়া হয়েছে।

তবে অধিদপ্তরের মহাপরিচালক জানান, জিজ্ঞাবাদে সদুত্তর দিতে পারেনি রেইনট্রি কর্তৃপক্ষ। বলেন, তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ব্যবহৃত একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।