ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:৪২ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার

মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানান বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া মরিয়মনগরে রাঙ্গুনিয়া সেন্ট্্রাল হাসপাতাল ও ডিজিটাল ল্যাব উদ্বোধন করে তিনি বলেন, এ হাসপাতালের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবার দ্বার উন্মোচিত হয়েছে। তবে এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু কাউসার, মরিয়মনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ দিদার, সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দিদার।