ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

নগর উন্নয়নসহ সেবাদানকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৬ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার

নগর উন্নয়ন এবং সেবাদানকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সকালে নগর ভবনে বৈঠকে বন্দরনগরীর উন্নয়নে বিভিন্ন সংস্থার নেয়া উন্নয়ন প্রকল্পগুলো তুলে ধরা হয়। এ’সময় মেয়র সেবাধর্মী সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে উন্নয়ন প্রকল্পের কাজ করার পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান। বৈঠকে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী ফজলুল্লাহসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মর্তারা উপস্থিত ছিলেন।