ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

একসঙ্গে ২৮ যুবক-যুবতীর যৌতুকহীন বিয়ে সম্পন্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

বড়দিন উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে ১৪ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকালে খ্রিস্টীয় রীতিনীতি অনুসারে ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার অ্যান্তনী সেন তাদের বিয়ে পড়ান। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করা হয়।

নব দম্পতিরা হলো- ঠাকুরগাঁও জেলার ১২ জন, পঞ্চগড় জেলার ১৫ জন এবং বরিশাল জেলার ১ জন। মোট ২৮ জনের একই দিনে ও একই স্থানে এ বিয়ে সম্পন্ন হয়। 

এ ব্যাপারে রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার অ্যান্তনী সেন বলেন- যৌতুকবিহীন খ্রিস্টান সম্প্রদায়ের ১৪ জোড়া যুবক-যুবতীর বিয়ে সম্পন্ন করা হয়েছে। এসব বিয়েতে কন্যা প্রাত্রস্থ করতে গিয়ে কোনও অভিভাবককে যৌতুকের দায় বহন করতে হয়নি।

এ সময় প্রত্যেকের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে তাদের বিয়ে সম্পন্ন করেন।

এনএস/