ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদে জামাত-শিবিরপন্থীদের অবাঞ্ছিত ঘোষনা

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:০৭ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার

খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ থেকে জামাত-শিবিরপন্থী নেতাকর্মীদের অবাঞ্ছিত করা হয়েছে।
সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। জামাতের শূরা সদস্য ও পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আলকাছ আল মামুন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী চৌধুরী, বাঙ্গালী ছাত্র পরিষদ নামধারী আব্দুল মজিদসহ জামাত-শিবির পন্থী নেতাকর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখা। এ’সময় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে জামাত-শিবির পন্থীদের সংগঠনে যুক্ত করার অপচেষ্টা চালিয়ে আসছে অভিযুক্তরা।