ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

রাজবাড়ীতে এবিবি ইটভাটায় জরিমানা 

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার

আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন, লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও কৃষি অধিদপ্তরের অনুমোদন না থাকায় রাজবাড়ী পৌরসভার পশ্চিম ভবানীপুর গ্রামের এবিবি ইটভাটা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। 

একই সাথে ওই ইটভাটা মালিককের অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভাটার সরঞ্জামও জব্দ করা হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব ও তাপস পালের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এ সময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এএইচএম রাশেদ, সহকারী পরিচালক মিতা রানী দাসসহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এআই/এসএ/