ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

বরকত-রুবেলের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১১ পিএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার

প্রায় দুই হাজার কোটি টাকা পাচার মামলায় ফরিদপুরের দুই ভাইকে কেন জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

দুই ভাই হলেন ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

দুই সপ্তাহের মধ্যে তাদের জামিন প্রশ্নে কারণ দর্শাতে বলা হয়েছে।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী কামরুল আলম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ এই দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে গত ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। ওই মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে আনুমানিক দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়।

ফরিদপুর শহরের গোলচামট এলাকায় সুবল চন্দ্রের বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বিভিন্ন এলাকা থেকে সাজ্জাদ, রুবেলসহ ৯ জনকে গত ৭ জুন গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুুুুুুুুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন মামলা হয়।
সূত্র : বাসস
এসএ/