ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

সম্মিলিত জাতীয় জোটের নির্বাচনমূখী কর্মসূচি ঘোষনা রোজার ঈদের পরেই

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৪ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৯:১০ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার

রোজার ঈদের পরেই নির্বাচনমূখী কর্মসূচি ঘোষণা করবে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট। জোটভুক্ত হতে হেফাজতে ইসলামের সাথে আলোচনা হচ্ছে বলেও জনিয়েছেন রুহুল আমীন হাওলাদার।
দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকে বসে ৫৮ টি দলের এই জোটের নেতারা। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিভিন্ন কর্মপন্থা এবং সরকার গঠন নিয়ে আলোচনা হয়। পরে জাতীয় পার্টির মহাসচিব ও জোট মুখপাত্র এ বি এম রুহুল আমীন হাওলাদার সাংবাদিকদের বলেন, রমজানের পরেই জেলা-উপজেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করা হবে। জোটে ভাঙ্গনের গুঞ্জন বানোয়াট বলেও দাবী তিনি।
সিংক: