ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

পাবনায় মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ প্রার্থীদের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

পাবনায় আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত ১০ প্রার্থী একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দলে অনুপ্রবেশকারীর হস্তক্ষেপে এই মনোনয়ন দেয়া হয়েছে। তারা পৌর মেয়র পদে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের প্রধান আব্দুল হামিদ সড়কের একাংশ জুড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে জড় হয় নেতাকর্মীরা। এ সময় শহরের ব্যস্ততম প্রধান সড়কটি বন্ধ করে দেয়া হয়।

পাবনায় পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনিকে।

সমাবেশে আসন্ন পাবনা পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ১০ জন প্রার্থী একত্রিত হয়ে যুবলীগ নেতা শরীফ উদ্দিন প্রধানকে সমর্থন দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোরালো আবেদন জানান। বক্তারা বলেন, এক প্রভাবশালী অনুপ্রবেশকারীর তদবিরে আলী মর্তুজা বিশ্বাস সনিকে দলীয় মনোনীত দেয়া হয়েছে। অবিলম্বে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি জানান। 

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, প্রচার সম্পাদক কামিল হোসেন, অর্থ সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন ও সাধারণ সম্পাদক শাহজাহান মামুন।

এছাড়া আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী বিশ্বাস, যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন প্রধান, সাবেক সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু, জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান মালিথা, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, জেলা কৃষকলীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামসুন্নাহার রেখা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এএইচ/