ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

আশুগঞ্জে নদী দখল ও দূষণমুক্তে অভিযান শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

নদী দখল, দূষণমুক্ত ও  জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। 

মুজিববর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বন্দর ও আশপাশ এলাকায় নৌপথ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ’র যৌথ  উদ্যোগে মেঘনা নদীর তীরে এই অভিযান চালানো হয়। 

বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের কর্মকর্তা মো. শহিদুল্লাহর নেতৃত্বে এ অভিযানে পুলিশ, স্বেচ্ছাসেবী ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

তারা নদীর তীরবর্তী ময়লা-আবর্জনা সংগ্রহ করে সেগুলো পুড়িয়ে ফেলেন এবং নদীতে ময়লা আবর্জনা না ফেলতে প্রচারণা চালান। পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।  
এআই/এসএ/