ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর দাবি

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪৬ এএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার

এবারের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা। চিকিৎসকের পদ সৃষ্টিসহ ল্যাব সুবিধা বাড়ানোর জন্য বিশেষ বরাদ্দের তাগিদ রয়েছে তাদের। সেই সঙ্গে অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না, এমন শ্রেণীর জন্য হেলথ কার্ড করার কথাও বলেছেন বিশেষজ্ঞরা।
চিকিৎসার অভাবে দিনাজপুরের এই নারীর স্বামী মারা গেছেন বেশ কিছু দিন আগে। দানের টাকায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার বাবা।
ভাইয়ের চিকিৎসার জন্য দেড়মাস ধরে ঢাকা মেডিকেলে অবস্থান এই তরুনের। চাকরী ছেড়ে ভাইয়ের পাশে থাকলেও টাকার অভাবে চিকিৎসা করানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে তারা পক্ষে।
এরকম অসংখ্য মানুষ টাকার অভাবে চিকিৎসা না পেয়ে অকালেই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন পৃথিবী থেকে।
আর প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা চালিয়ে গেলে আছে দক্ষ চিকিৎসক ও যন্ত্রপাতির সংকট।
তাই স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়নোর দাবি বিশেষজ্ঞদের। সেই সঙ্গে দুর্ণীতি-অপচয় রোধে সচেতনতা বাড়ানো ও বিশেষ ক্ষেত্রে হেলথ কার্ড চালুর দাবী জানিয়েছেন তারা।
তবে আসছে বাজেটে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানালেন পরিকল্পনা কমিশনের এই সদস্য।
স্বাস্থ্যখাতের সামগ্রিক ব্যায়ের ২৩.০৯ শতাংশ পূরণ হয় বাজেটের মাধ্যমে। আর বাকী দুই তৃতীয়াংশ আসে জনগনের অর্থায়নে।