ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

ময়মনসিংহে জাতীয় কবির স্মৃতি কেন্দ্র ও যাদুঘরের বেহাল দশা

প্রকাশিত : ০৯:১৫ এএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪০ এএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির স্মৃতি কেন্দ্র ও যাদুঘরের বেহাল দশা। সংস্কার ও মেরামতের অভাবে খসে পড়েছে পলেস্তার। বিবর্ণ হয়ে গেছে চারপাশ। নষ্ট হয়ে গেছে বৈদ্যুতিক সরঞ্জাম। কমে গেছে পাঠক ও দর্শনার্থী। কর্তৃপক্ষের উদাসীনতায় হতাশ কবি পরিবারের সদস্যসহ এলাকাবাসী।
২০০৮ সালে জাতীয় কবির স্মৃতি রক্ষায় ত্রিশালের কাজিরশিমলা ও নামাপাড়ায় প্রতিষ্ঠা করা হয় নজরুল স্মৃতিকেন্দ্র ও যাদুঘর।
এগুলোতে রয়েছে কবির কিছু ছবি, ব্যবহৃত খাট, গ্রামোফোনসহ বই। প্রথমদিকে পাঠাগারে স্থানীয় শিক্ষার্থীসহ পর্যটকরা আসলেও এখন তা শুন্যের কোঠায়। কারণ অব্যবস্থাপনা আর অবহেলা । এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
স্মৃতিকেন্দ্রের কর্মীরাও স্বীকার করেন অব্যবস্থাপনার কথা।
কবির স্মৃতি রক্ষায় এই অযতœ-অবহেলা ক্ষুব্দ কবির নাতনিসহ বিশিষ্টজনেরা।
স্থানীয় প্রশাসন বলছে, স্মৃতিকেন্দ্র সংস্কারের উদ্যোগের কথা ।
স্মৃতিকেন্দ্রগুলো রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা সকলের।