ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

জনজীবন প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত

প্রকাশিত : ০৯:২০ এএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪৪ এএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার

প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন এলাকায় গরমে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। এর সাথে যোগ হয়েছে লোডশেডিংয়ের । বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ডায়রিয়া, হিটস্ট্রোক, , জ্বরসহ নানা রোগ। হাসপাতালে চাপ বাড়ছে শিশুসহ বিভিন্ন বয়সের রোগীদের।
গেলে কয়েকদিন ধরে দেশের অধিকাংশ এলাকায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গরম আর প্রখর রোদে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা।
খুলনা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে গরমের তীব্রতা। দুর্ভোগে আছে শ্রমজীবি মানুষ।
তীব্র গরমকে আরো অসহনীয় করে তুলছে ঘনঘন লোড শেডিং। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের কথা স্বীকারও করছেন সংশ্লিষ্টরা। তবে তারা বলছেন, শিগরিরই স্বাভাবিক হয়ে আসবে পরিস্থিতি।
আবহাওয়া দফতর বলছে, তাপ প্রবাহ থাকবে আরো কিছুদিন।
গরমে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষেরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। চাপ বাড়ছে হাসপাতালে।
বেশি করে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইনসহ তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকের। আর একটু প্রশান্তির জন্যে সাধারণ মানুষ চাইছেন নিরবচ্ছিন বিদ্যুৎ সরবরাহ।