ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমান সাগরে বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার

৬২ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। দেশটির যোগাযোগমন্ত্রী বুদি কারায়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৯ জানুয়ারি) রাজধানী জাকার্তার বিমান বন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর দ্য সিউইজায়া এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। এটি জাকার্তা থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাকে যাচ্ছিল। উড্ডয়নের চার মিনিটের মাথায় এটি তিন হাজার মিটার নিচে নেমে এসেছিল।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানিয়েছেন, জাকার্তার বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে জাভা সাগরের লাকি আইল্যান্ডের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। 

ইন্দোনেশিয়ার নৌবাহিনী বলছে, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে সেই জায়গায় তারা তল্লাশি দল পাঠিয়েছে।

উদ্ধারকারী সংস্থা বাসারনাস এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের খোঁজে তারা ওই এলাকায় লোক পাঠাবে।

সোলিহিন নামে এক জেলে বলেছেন, ‘বিমানটি বজ্রপাতের মতো সাগরে পড়েছে এবং পানিতে বিস্ফোরিত হয়েছে। এটি আমাদের খুব কাছে ছিল।’

সোশাল মিডিয়ায় কিছু ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে যেগুলো দেখে নিখোঁজ ওই বিমানের ধ্বংসাবশেষ বলে মনে করা হচ্ছে।

রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী, বিমানটি ২৭ বছর পুরোনো একটি বোয়িং ৭৩৭-৫০০।
এএইচ/এসএ/