ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়নেও মনযোগি হতে সংশ্লিষ্টদের তাগিদ

প্রকাশিত : ০৩:২২ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:০৭ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার

অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়নেও মনযোগি হতে সংশ্লিষ্টদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌবাহিনী সদরদপ্তরে নৌবাহিনী আয়োজিত ’সেরা সাঁতরুর খোঁজে বাংলাদেশ’ প্রশিক্ষণ পর্বের সমাপনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
নৌবাহিনী সদরদপ্তরে নৌবাহিনী ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যৌথ আয়োজনে ’সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রশিক্ষণ পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কয়েকজন মন্ত্রী-এমপি, তিন বাহিনীর প্রধানগণসহ সামরিক ও বেসামরকি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সাতার ফেডারেশনের ফেডারেশনের কর্ণধার ও নৌবাহিনীর প্রধান।
পরে প্রধানমন্ত্রী উপভোগ করেন দেশ সেরা ৬০ জন সাঁতারুর শেষ পর্বের প্রতিযোগিতা।
পুরস্কার তুলে দেন বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে।  দেশ সেরা ৮জন সাঁতারু পান ৫ লাখ টাকার সম্মাননা চেক।
এসময় অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়নেও মনযোগি হওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খেলাধুলোর মানোন্নয়নে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাঁতারুদের খুঁজে বের করে আনার  উদ্যোগের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।