ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআইসহ নিহত ৬

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চেচানিয়াকান্দিতে মাইক্রোবাস ও ইজি বাইকের সংঘর্ষে পুলিশের এক এএসআইসহ ৬ জন নিহত হয়েছে। গুরতর আহত হয়েছেন আরো একজন।
বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী মাইক্রোবাসের সামনের চাকা ফেটে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ইজি বাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন এএসআই দেলোয়ার হোসেন ও ইজি বাইকের চালক আজাদ শেখসহ ৩ জন। আহত ৪ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো ৩ জন।