ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪৬ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার

লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৬২টির, আর ৪১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল প্রায় ৫২৪ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৪১৩ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১০৮টির, আর ৪০টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে প্রায় ৩৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।