ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

খাগড়াছড়ির পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২১ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার

খাগড়াছড়ির পানছড়ি পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

দুপুরে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বিদ্যালয়ের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ৬৫ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল ইসলাম, জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি সতীশ চন্দ্র চাকমা উপস্থিত ছিলেন।