ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

বেনাপোলে বিদেশি মুদ্রাসহ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪০ এএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার

যশোরের বেনাপোল চেকপোস্টে বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মুদ্রাসহ কবির উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

এ সময় তার কাছ থেকে সাড়ে ১২ হাজার মার্কিন ডলার, ২০ হাজার ভারতীয় রুপি, ৩টি মোবাইল ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কবিরের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে একজন পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা নিয়ে চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান করছে। এ সময় তার ব্যাগ তল্লাশি করে এসব বিদেশী মুদ্রা ও মালামালসহ তাকে আটক করা হয়। আটককৃত মুদ্রার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১১ লাখ টাকা।’

মুদ্রা পাচারের অভিযোগে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট  থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 
এআই/এসএ/