ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

অবিলম্বে স্বর্ণ নীতিমালা করার দাবি বাংলাদেশ জুয়েলার্স সমিতির

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩৬ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার

বৈধভাবে ব্যবসা করা হচ্ছে জানিয়ে, অবিলম্বে স্বর্ণ নীতিমালা করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অযথা কোন জুয়েলার্স মালিককে হয়রানি না করার আহ্বান জানান সমিতির নেতারা। এ’সময় আসন্ন বাজেটে স্বর্ণালংকারের উপর মূসক না বাড়ানোর দাবিসহ মোট ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার কথা জানান বাজুস নেতারা।