ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

বিদেশে সম্পদধারীদের তালিকা চেয়ে দুদকের চিঠি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার

অর্থ পাচার করে বিদেশে যারা সম্পদ গড়েছেন তাদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। অর্থ পাচার মামলার তদন্তে নেমে পি কে হালদার ও তার ৬৬ সহযোগীর তথ্যও পেয়েছে সংস্থাটি। 

জানতে চাইলে দুদক সচিব ড. মু. আনোয়ার হাওলাদার বলেন, ‘সিঙ্গাপুর ও কানাডার মতো দেশগুলোতে যারা অবৈধ সম্পদের মাধ্যমে বাড়িঘর করেছেন বলে জানা গেছে, তাদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। তারা এ বিষয়ে দূতাবাসের মাধ্যমে জেনে পদক্ষেপ নিবেন এবং আমাদের অবহিত করবেন।’

তিনি জানান, ‘পি কে হালদারের সঙ্গে মোটামুটি ৬২ জন ব্যক্তির যোগাযোগ আছে।  তাতে এখন পর্যন্ত ১ হাজার ৫৭ কোটি ৮০ লাখার টাকা সম্পদ জব্দ করা হয়েছে।’

বহিষ্কৃত যুবলীগ নেতা কাজী আনিস ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়ার মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে বলেও জানান দুদক সচিব।

ড. মু. আনোয়ার হাওলাদার বলেন,‘তাদের ১২৩ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ৮৪৮ টাকা লেনদেন সন্দেহজনক। এবং অপরাধ লব্ধ আয় গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, হস্তান্তর, রুপান্তর ও অবস্থান গোপন করে মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অরাধ করেছেন তারা।’

ভিডিও :


এআই/এসএ/