ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

নজিপুরে ফের মেয়র হলেন রেজাউল করিম

ধামইরহাট সংবাদদাতা

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

রেজাউল কবির চৌধুরী

রেজাউল কবির চৌধুরী

দ্বিতীয় ধাপে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনে ৭ হাজার ৬৮৫ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) রেজাউল কবির চৌধুরী পুনঃরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতীক) আনোয়ার হোসেন পেয়েছেন ৫ হাজার ১৪৯ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮ টায় উপজেলা সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন নজিপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটানিং অফিসার জাহিদুর ইসলাম।

এর আগে সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছিল মোবাইল টিম।

নজিপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৬ হাজার ৯৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২১৫ জন ও নারী ভোটার ৮ হাজার ৭৮২ জন।

এনএস/