ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৬ ১৪৩২

লিভারপুলকে টপকে দুইয়ে লেস্টারসিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭ এএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো লেস্টারসিটি। সাউদাম্পটনকে হারানোয় তাদের এই উন্নতি। আর শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে তিনে নেমে গেল লিভারপুল। 

শনিবার (১৬ জানুয়ারি) রাতে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে লেস্টারসিটি। ঘরের মাঠে জয়ের রাতে একটি করে গোল করেন জেমস ম্যাডিনসন ও হ্যারিসন বার্নস। 

প্রথমার্ধের ৩৭ মিনিটে ম্যাডিসন। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯৫ মিনিট) দ্বিতীয় গোল করে জয়ের ব্যবধান বাড়ান বার্নস।

মঙ্গলবার নিজেদের মাঠে চেলসিকে আতিথেয়তা দেবে লেস্টারসিটি। পরদিন এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে শ্রসবারি টাউনের বিপক্ষে খেলবে সাউদাম্পটন।

১৮ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে লেস্টারসিটির পয়েন্ট ৩৫। লিভারপুল এক ম্যাচ কম খেলে ৯ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৩। শীর্ষে থাকা ম্যানইউ’র ১৭ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে পয়েন্ট ৩৬।

এএইচ/