ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

প্রকাশিত : ১১:০৮ এএম, ২৬ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ১১:৪২ এএম, ২৬ মে ২০১৭ শুক্রবার

প্রচন্ড তাপদাহের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে দেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ’ অবস্থায় হিটস্ট্রোক, বমি, ডায়রিয়াসহ গরমজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাদের বেশিরভাগই শিশু ও বয়স্ক মানুষ।
তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দুর্বিসহ হয়ে উঠেছে গ্রামাঞ্চল আর অনেক মফস্বল শহরের জনজীবন।
নরসিংদীতে ক’দিন ধরে দিনের বেশিরভাগ সময়েই থাকছে না বিদ্যুৎ। রাতেও মিলছে মাত্র দু-এক ঘন্টা। গরমে অতিষ্ঠ সময় কাটছে বাসিন্দাদের।
ভ্যাপসা গরমে গাইবান্ধায় বেড়েছে ডায়রিয়া, বমিসহ বিভিন্ন রোগের প্রকোপ।
সদর হাসপাতালে রোগীর চাপ বেশি হওয়ায়, অনেকের থাকতে হচ্ছে মেঝেতে। বাড়তি রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
বরিশালে এ’ সপ্তাহে গড় তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রী সেলসিয়াস। নগরীতে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে মাত্র ৬০ থেকে ৭০ মেগাওয়াট সরবরাহ থাকায়, ভেঙ্গে পড়েছে বিদ্যুৎ নির্ভর সকল প্রতিষ্ঠানের কার্যক্রম। এছাড়া, গরমে ভোগান্তি বেড়েছে দিনমজুরদের।
তবে, শিগগিরই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এমন অবস্থায়, আসন্ন রমজানে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে শংকায় রয়েছে সাধারণ মানুষ।