ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

রমজান মাস শুরুর আগেই নিত্যপণ্যের দাম আবারো বাড়লো

প্রকাশিত : ০২:০৬ পিএম, ২৬ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:৪৮ পিএম, ২৭ মে ২০১৭ শনিবার

রমজান মাস শুরুর আগেই রাজধানীর নিত্যপণ্য বাজারে আরেক দফা দাম বাড়লো। ইফতারের আনুষঙ্গিক উপকরন ছোলা, চিনি, খেজুরসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। ভোজ্য তেল, ডালসহ শরবতের উপকরনের বাড়তি দামে খুশি নয় ক্রেতারা। কাঁচামরিচ ,শসার দাম স্থিতিশীল হলেও বেড়েছে বেগুনের দাম। রমজানে ভেজালমুক্ত খাবার আর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারন মানুষ।
রমজান উপলক্ষে জমজমাট নিত্যপণ্য বাজার। তবে গ্রীষ্মের দাবদাহ আর রোজার আনুষঙ্গিক পণ্যর মূল্য বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা। রোজা শুরুর আগেই দাম বেড়েছে ইফতারির বিভিন্ন উপকরণসহ বেশ কিছু পণ্যের দাম। রাজধানীর কারওয়ান বাজারের পণ্যের খুচরা দর রাখা হচ্ছে-
ছোলা-৮৫ থেকে ৯০ টাকা
চিনি খোলা-৭২ টাকা
তেল ১০০ টাকা
বেসন-১২০ থেকে ১৫০ টাকা
খেজুর-কেজি ২০০টাকা
খেসারির ডাল-৭৬ টাকা
দাম বেড়েছে শরবতের বিভিন্ন উপকরনের।
এদিকে সবজির বাজারে বেড়েছে বেগুনের দাম। লম্বা বেগুন ৪০ থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা। এছাড়া কাচাঁমরিচসহ অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে।
মাছের বাজারে দামও উর্দ্ধগতি। পাবদা মাছ প্রতি কেজি ৬০০ টাকা, পুটি মাছ ৩০০টাকায় বিক্রি হচ্ছে। বেশী দাম রাখার অভিযোগ ক্রেতাদের।
এদিকে মাংসের বাজারে গরু ৫০০ টাকা খাসি ৭৫০ টাকা আর ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি।
তবে রোজায় দাম আরো বাড়তে পারে বলে জানান বিক্রেতারা।