ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

পর্যটন শিল্প ও ব্লু-ইকোনমির প্রসারে অনন্য বঙ্গবন্ধু দ্বীপ

প্রকাশিত : ০২:২৭ পিএম, ২৬ মে ২০১৭ শুক্রবার

বঙ্গোপসাগরে জেগে ওঠা বঙ্গবন্ধু দ্বীপ পর্যটন শিল্প ও ব্লু-ইকোনমির প্রসারে অনন্য কেন্দ্র হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি ওই দ্বীপ সফর করেন।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ’সব জানান অভিযান পরিচালনাকারী দলের প্রধান ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। ১৯৯২ সালে জেগে ওঠা এই দ্বীপের বর্তমান আয়তন ৭ দশমিক আট চার বর্গকিলোমিটার। এছাড়া, রয়েছে নয়নাভিরাম ছোট ছোট দ্বীপপুঞ্জ। গবেষক দলের সদস্যরা জানান, এই দ্বীপে রয়েছে আড়াই হাজার প্রজাতির উদ্ভিদ। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরণের বিরল প্রজাতির প্রাণের সমাহার। সংবাদ সম্মেলনে গবেষকরা ছাড়াও কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।