ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

কোটিপতি ঝাড়ুদার, চড়েন দামি গাড়িতে! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার

পেশায় ঝাড়ুদার, চড়েন দামি গাড়িতে। ব্যাংক হিসাব বলছে, কয়েক কোটি টাকার মালিক। তিনি গণপূর্ত বিভাগের ঝাড়ুদার মোহাম্মদ ইউসুফ। সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির প্রভাবশালী নেতা এই ইউসুফের বিরুদ্ধে তদবির বাণিজ্যেরও অভিযোগ আছে। 

মোহাম্মদ ইউসূফ। প্রায় ১৪ বছর ধরে দৈনিক হাজিরার ভিত্তিতে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগে কর্মরত। ঝাড়ুদার হলেও ঝাড়ুই হাতে নেননি তিনি।

রাজধানীর ডেমরা মাতুয়াইলে কয়েক কাঠা জমির ওপর এই টিনসেড বাড়ি। বাড়ি ঘিরে লাগানো আছে বেশ কয়েকটি সিসি ক্যামেরা। তাকে বাড়িতে পাওয়া গেলো না। কথা হয় তার মা, বোন আর প্রতিবেশীর সঙ্গে।

ইউসুফের বোন জানান, এটা আমাদের বাড়ি, ভাইয়ার নামে আছে বাড়িটি। এককালে ওনার গাড়ি ছিল, এখন বিক্রি করে দিয়েছে। 

বেনামে মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে বহুতল এই ভবনটিও নিলামে কিনেছেন ইউসুফ। 

তিনটি ব্যাংক হিসাবে আছে কয়েক কোটি টাকা।

সচিবালয় চতুর্থশ্রেণী কর্মচারী সমিতির শীর্ষ নেতারা জানান, ইউসুফের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি তারাও শুনেছেন।

চতুর্থশ্রেণী কর্মচারী সমিতির শীর্ষ নেতারা জানান, শুনেছি যে তার নামে দুই-তিনটি ফ্ল্যাট আছে। যাত্রাবাড়িতে তার বাড়ি আছে, গাড়ি আছে। যেহেতু উনি আমার সংগঠনের কোন সদস্য না, অর্থাৎ সরকারি কর্মচারী সমিতির সদস্য নয়। অতএব তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া আমার কোন সুযোগ নেই।

এদিকে ইউসুফের দাবি, তাকে নিয়ে যড়যন্ত্র হচ্ছে।

ঝাড়ুদার মোহাম্মদ ইউসুফ জানান, যদিও ছোট চাকরি করি, তারপরও সরকারের ক্ষতি হবে এমন কোন কাজ আমি করিনি। আমি যদি অপরাধী হই, তাহলে আমার শাস্তি হোক, আমার শাস্তি হোক, আমার শাস্তি হোক।

তবে ঝাড়ুদারের দুর্নীতি নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

ভিডিও-

 

এএইচ/