ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত। ঘনকুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীত। দুর্ভোগে ছিন্নমুল খেটে খাওয়া মানুষ। গ্রামীণ জনপদে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। 

গাইবান্ধায় ঘন কুয়াশা আর কনকনে মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষ আছে বিপাকে। 

তারা জানান, শীতে হাত-পা টাটায়, কুয়াশায় ভিজে যায়। কুয়াশা বৃষ্টির মতো পড়ে, হাত বের করে কোন বস্তা বা কোন কিছু নিবো সেটা নিতে পারছি না। হাত ঠোসার মতো লেগে আসছে।

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বইছে মাঝারী থেকে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর তীব্র শীতে কাঁপছে জনপদ। ছিন্নমূল, দিনমজুর, রিক্সা ও অটো চালকসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, প্রচুর ঠাণ্ড, শীত বেলা দেখা যাচ্ছে না। সারাদিন বসে বসে থাকতে হচ্ছে। ঠাণ্ডার কারণে মানুষজন ঘর থেকে বের হতে পারছে না।

রংপুরে হাঁড় কাঁপানো শীত অব্যাহত। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। নগরীর চাইতে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি হওয়ায় সহায় সম্বলহীন মানুষের মানববেতর দিন কাটছে। 

শীতে সিরাজগঞ্জে জনজীবন বিপর্যস্ত। রাতভর কুয়াশা আর দিনেও কাঙ্খিত সুর্যে্যর দেখা না মেলায় মানুষের জবুথবু অবস্থা। 
ভিডিও :

এএইচ/এসএ/